Type to search

কেশবপুরে মাদক সেবন, বিক্রি, চুরির ঘটনা বৃদ্ধিতে আইন শৃঙ্খলা কমিটির সভায় গভীর উদ্বেগ প্রকাশ

কেশবপুর

কেশবপুরে মাদক সেবন, বিক্রি, চুরির ঘটনা বৃদ্ধিতে আইন শৃঙ্খলা কমিটির সভায় গভীর উদ্বেগ প্রকাশ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় গভীর উদ্বেগ প্রকাশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার জন্য  গুরুত্বারোপ করা হয়েছে। সভায় সাম্প্রতিক সময়ে  উপজেলার পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক দ্রব্য বিক্রি ও সেবেনের ঘটনা, সেচ মোটর চুরি, বাসা বাড়িতে চুরি,  মোটর সাইকেল দিনে রাতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে আইন শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপিত হয়। উল্লেখ করা হয়েছে যে, কেশবপুর পৌরসভা এলাকার বিভিন্ন মোড় ও প্রাণ কেন্দ্রে ফেনসিডিল ইয়াবা ,গাজাসহ নেশা জাতীয় সামগ্রী বিক্রি ও সেবনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া উপজেলার কেশবপুর সদর পাঁজিয়া, সুফলাকাঠি, মজিদপুর, হাসানপুর বিদ্যানন্দকাঠি, ত্রিমোহিনী ইউনিয়নের হাট বাজার সমুহে নেশা জাতীয় দ্রব্য বিক্রি হয়েে আসছে। মাঝে মধ্যে পুরিশকে মাদক বিরোধী অভিযান চালাতে দেখা গেলেও সেগুলি বাস্তবায়ন হয় পুরাতন তালিকা নিয়ে। নতুন  নতুন বিক্রেতা ও আসক্তদের সনাক্তে পুলিশের হিমশিম অবস্থা।  অপর দিকে সেচ মোটর, ট্রন্সফারমার চুরি ও দিনে ও রাতে মোটর সাইকেল চুরির ঘটনায় সভায় উদে¦গ প্রকাশ করা হয়। গত ৮ মে কেশবপুর উপজেলার আইন শৃঙ্খরা কমিটির সভায় ইউনিয়নের চেয়ারম্যানসহ সদস্যরা জোরালো ভাবে তুলে ধরেন এবং প্রতিকারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আশা করেন। আইন শৃঙ্খলা কমিটির সদস্য কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান কমিটিতে এ ধরণের কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশসহ আইন শৃঙ্কলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কতৃপক্ষদের তৎপর হওয়ার অনুরোধ করে রেজুলেশন করার কথা স্বিকার করেছেন।