Type to search

কেশবপুরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন

যশোর

কেশবপুরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুর উপজেলার আগরহাটি মৌজায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল স্থানন্তরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সিহাব উদ্দিন মোল্যা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আগরহাটি মৌজায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রস্তাব এসেছে। অথচ এখানকার জমি চার ফসলী। এসব জমিতে আগরহাটি, শোলগাতিয়া, চহেড়া ও রুদাঘরা গ্রামের মানুষের জীবন জীবিকার একমাত্র অবলম্বন বিল। আগরহাটি বিলে প্রচুর পরিমান ধান, পাট, শাক-সবজি, বিলে মাছ উৎপাদন হয়। যা দেশে ও বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন হয়। উৎপাদিত ফসল কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন।
তারা বলেন, এখানে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ হলে শত শত পরিবার পূর্ব পুরুষের ভিটেবাড়ি ছেড়ে জীবিকা নির্বাহের তাগিদে অন্যত্র যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না।
এর আগে তারা যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *