Type to search

কেশবপুরে আনসার ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

যশোর

কেশবপুরে আনসার ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর)থেকে ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর আওতায় কেশবপুর আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে ফলজ বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। যশোর জেলা আনসার ও ভিডিপি কমাড্যান্ট লুৎফুর রহমানের নিদের্শনায় সোমবার কেশবপুর শহরের ভোগতী নরেন্দ্রপুর আনসার ক্লাব চত্বরে ফলজ গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও ভিডিপি কেশবপুর উপজেলা প্রশিক্ষক দেবাশীষ দাশ। এসময় উপজেলা প্রশিক্ষিকা সফিনা খাতুনসহ আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার প্রতিটি ইউনিয়নে রোপনের জন্য আনসার ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *