Type to search

কেশবপুরে অসচ্ছল ৮ জন বীর মুক্তিযোদ্ধার জন্য তৈরি হচ্ছে ‘বীর নিবাস’

কেশবপুর

কেশবপুরে অসচ্ছল ৮ জন বীর মুক্তিযোদ্ধার জন্য তৈরি হচ্ছে ‘বীর নিবাস’

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর উপজেলার অসচ্ছল ৮ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ‘বীর নিবাস’ তৈরির কাজ শুরু হয়েছে। ভিত্তি প্রস্তরের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ কাজ উদ্বোধন করেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সুজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন হাওলাদারের জন্য ‘বীর নিবাস’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল প্রমুখ।
এছাড়া কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাগরদাঁড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা নিমাই দেবনাথ, ভরত ভায়না গ্রামের বীর মুক্তিযোদ্ধা কালিপদ মন্ডল, মহাদেবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সুজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন হাওলাদার, হাড়িয়াঘোপ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র দেবনাথ, পাত্রপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরকারের স্ত্রী আশরাফুন্নাহার ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আব্দুল ফকিরের ছেলে মমরেজ ফকির এর জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ‘বীর নিবাস’ তৈরি করা হচ্ছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।##

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *