Type to search

কেশবপুরের তিন হাজার লোককে  পান্তা-ইলিশ খাওয়ালেন শাহীন চাকলাদার এমপি 

কেশবপুর

কেশবপুরের তিন হাজার লোককে  পান্তা-ইলিশ খাওয়ালেন শাহীন চাকলাদার এমপি 

জাহিদ আবেদীন বাবু যশোর—
যশোরের কেশবপুরে বাংলা নববর্ষ ও বৈশাখ মাস উপলক্ষে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলার সর্বসাধারণকে পান্তা-ইলিশ, ডাল ও পেঁয়াজ-মরিচ খাওয়ালেন। পহেলা বৈশাখ এর রমজান থাকায় যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার রমজান ও ঈদুল ফিতরের পরে কেশবপুরে সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাওয়ানোর ঘোষণা দেন। সেই ফলশ্রুতে মঙ্গলবার সকাল ৯ টা থেকে কেশবপুর পাবলিক ময়দানে সর্বসাধারণকে পান্তা ইলিশ, ডাল ও পেঁয়াজ-মরিচ খাওয়ানোর আয়োজন করা হয় ।
এদিকে সোমবার বিকালে কেশবপুর উপজেলা পরিষদ চত্ত্বরে পান্তা-ইলিশের কার্যক্রম পরিদর্শন করেন শাহীন চাকলাদার এমপি। এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। অনুষ্টানে সর্বসাধারণকে খাওয়ানের জন্য ১০ মন চাউল, ৫ লক্ষ ৫০ হাজার টাকার মাছসহ ডাল ও পেঁয়াজ-মরিচ বাজার করা হয়ে বলে উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ এই তথ্য নিশ্চিত করেছেন। দূযোর্গপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোক পান্তা-ইলিশ খাওয়ার জন্য পাবলিক ময়দানে হাজির হতে থাকে। এ সময়ে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, সাবেক জেলা নেতা রেজাউল ইসলাম, যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য শেখ মনিরুজ্জামান মনি প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *