Type to search

কুয়াশাচ্ছন্ন থাকবে ২-৩ দিন

অন্যান্য

কুয়াশাচ্ছন্ন থাকবে ২-৩ দিন

 

অপরাজেয় বাংলা ডেক্স

সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন রাজধানী। গত কয়েকদিন ধরে চলছে এ অবস্থা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী আরো দুই থেকে তিনদিন এমন কুয়াশামোড়া থাকবে ঢাকা।মঙ্গলবার (৮ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে বলা হয়, ঢাকা ও তার আশপাশে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। নদী অববাহিকা বা বড় ধরনের জলাধর রয়েছে এমন স্থানের আশপাশে ভারী বা ঘন কুয়াশা থাকতে পারে।

রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের আবহাওয়াবিদ আবদুর রহমান বাংলানিউজকে বলেন, শীতকালে এমন সময়ে কুয়াশা হওয়া স্বাভাবিক। এখন রাজধানীতে যে কুয়াশা পড়ছে সেটা হালকা থেকে মাঝারি কুয়াশা। তবে দেশের বিভিন্ন স্থানে নদী অববাহিকায় ভারী বা ঘন কুয়াশা পড়তে পারে। রাজধানীর জন্য এই অবস্থা আরও দুই থেকে তিন পর্যন্ত থাকতে পারে।

তবে তিনদিন পর থেকে এই কুয়াশা আরও হালকা হয়ে যাবে বলেও জানান এই আবহাওয়াবিদ।

কুয়াশার পাশাপাশি এই কদিন আবহাওয়া মূলত আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে।

একই সঙ্গে চলতি মাসের শেষভাগে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে এক থেকে দু’টি মৃদু (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক মাসিক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 সূত্র,  বাংলানিউজটোয়েন্টিফোর.কম