Type to search

কাতারের সঙ্গে সব সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত সৌদির

আন্তর্জাতিক

কাতারের সঙ্গে সব সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত সৌদির

অপরাজেয় বাংলা ডেক্স

প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর কাতারের সঙ্গে সব সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।  

মঙ্গলবার কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল সাবাহ।

মঙ্গলবার উপসাগরীয় দেশগুলোর সংস্থা জিসিসি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে উপস্থিত থাকতে সৌদি বাদশা সালমানের আমন্ত্রণ গ্রহণ করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। সম্মেলনে দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে। এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা জেরেড কুশনার উপস্থিত থাকবেন।

২০১৭ সালে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবসহ উপকূলীয় দেশগুলো। সীমান্ত বন্ধের পাশাপাশি কাতারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেশগুলো। সম্পর্ক স্বাভাবিক করতে দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালায় কুয়েত।

সূত্র, DBC বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *