Type to search

করোনা শনাক্তের ২৯৭তম দিনে ৩০ জনের প্রাণহানি

জাতীয়

করোনা শনাক্তের ২৯৭তম দিনে ৩০ জনের প্রাণহানি

অপরাজেয় বাংলা ডেক্স
গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে।

 

এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ৭ হাজার ৫শ’ ৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১শ’ ৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত ৫ লাখ ১১ হাজার ২শ’ ৬১ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অ্যান্টিজেন টেস্টসহ দেশের মোট ১৬৭টি পরীক্ষাগারে ১৪ হাজার ৫শ’ ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন ১ হাজার ১শ’ ৮১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া গেল ২৪ ঘণ্টায় এক হাজার ২শ’ ৪৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৫শ’ ৬৩ জন।

গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ১০ শতাংশ এবং এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৯৮ শতাংশ। আর আক্রান্তের পর সুস্থতার হার ৮৮ দশমিক ৯১ শতাংশ। এছাড়া করোনা শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

 

সূত্র, DBC বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *