Type to search

করোনা ভাইরাস চিকিৎসায় অশ্বগন্ধা, যষ্ঠিমধু, গুডুচি ও পিপলি নিয়ে গবেষণা

স্বাস্থ্যবিধি

করোনা ভাইরাস চিকিৎসায় অশ্বগন্ধা, যষ্ঠিমধু, গুডুচি ও পিপলি নিয়ে গবেষণা

করোনা ভাইরাসের  চিকিৎসায় আগামী এক সপ্তাহের মধ্যে ভারতে চারটি আয়ুর্বেদিক ওষুধের সম্ভাব্য কার্যকারিতা পরীক্ষা করে দেখা হবে। তিন মাসের মধ্যেই এর ফলাফল জানা যাবে । করোনার চিকিৎসার জন্য একযোগে কাজ করছে ভারতের কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক এবং সিএসআইআর।

জানাগেছে, এই চারটি ওষুধ হল, অশ্বগন্ধা, যষ্ঠিমধু, গুডুচি ও পিপলি এবং আয়ুষ ৬৪। যা এর আগে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়েছিল। আশঙ্কাজনক রোগীদের দাওয়াই হিসেবে অশ্বগন্ধা কার্যকর হতে পারে । হাইড্রক্সিক্লোরোকুইনের সঙ্গে অশ্বগন্ধার তুলনা করে দেখারও পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

আয়ুষ মন্ত্রকের কর্তাটি জানান, দেশের বিভিন্ন প্রান্তে করোনা রোগীদের উপরে এই ওষুধ পরীক্ষা করে দেখা হবে। এর জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নির্দেশিকাও তৈরি করা হচ্ছে। দেশের সেরা চিকিৎসাবিজ্ঞানীরা এর পরীক্ষা করে দেখবেন। ওষুধগুলি কার্যকর করতে আইসিএমআর-এর পরামর্শও নেওয়া হচ্ছে।

সূত্র- আনন্দ বাজার