Type to search

করোনা থেকে সুস্থ এক কোটি ৯১ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক

করোনা থেকে সুস্থ এক কোটি ৯১ লাখের বেশি মানুষ

অনলাইন ডেস্কঃ বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৭০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭০ লাখ ১৬ হাজার ৮৩৩ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৭১৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় এক কোটি ৯১ লাখ ৬০ হাজার ১৮০ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৭ লাখ সাত হাজার জন, ব্রাজিলে ৩২ লাখ ৯৬ হাজার ৭০২, ভারতে ৩১ লাখ ৭৭ হাজার ৬৭৩, রাশিয়ায় আট লাখ ৩৮ হাজার ১২৬, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৬১ হাজার ২০৪, পেরুতে পাঁচ লাখ ছয় হাজার ৪২২, কলোম্বিয়ায় পাঁচ লাখ সাত হাজার ৭৭০, মেক্সিকোতে চার লাখ ৩৮ হাজার ৭৫৪, চিলিতে তিন লাখ ৯২ হাজার ৯৬৭, ইরানে তিন লাখ ৩২ হাজার ১৩১, সৌদি আরবে দুই লাখ ৯৫ হাজার ৮৪২, পাকিস্তানে দুই লাখ ৮২ হাজার ৫৫৩, তুরস্কে দুই লাখ ৫০ হাজার ৯২, জার্মানিতে দুই লাখ ২৬ হাজার ২০৮, বাংলাদেশে দুই লাখ ১৭ হাজার ৮৫২, ইতালিতে দুই লাখ ৯ হাজার ৬১০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৬ হাজার ৭৮০, কানাডায় এক লাখ ১৬ হাজার ১৩৬, ফ্রান্সে ৮৭ হাজার ৪৪৭ জন, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩০২ জন এবং ওমানে ৮১ হাজার ৮২৮ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৭৯ হাজার ৯০৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৩ হাজার ৬৫২, সিঙ্গাপুরে ৫৬ হাজার ২৬৭, সুইজারল্যান্ডে ৩৭ হাজার ১০০, দক্ষিণ কোরিয়ায় ১৬ হাজার ১৪৬, অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৩৩০ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৮৩ হাজার ৬৫২ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tags: