Type to search

করোনা থেকে সুস্থ এক কোটি ৩১ লাখ ১২ হাজার মানুষ

আন্তর্জাতিক

করোনা থেকে সুস্থ এক কোটি ৩১ লাখ ১২ হাজার মানুষ

অনলাইন ডেস্কঃ বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি দুই লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ৯৭ হাজার ৬৫৫ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৫৪১ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৩১ লাখ ১২ হাজার জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৭ লাখ ১৫ হাজার ৯৩৪ জন, ব্রাজিলে ২১ লাখ ৬৩ হাজার ৮১২, ভারতে ১৫ লাখ ৮১ হাজার ৬৪০, রাশিয়ায় ছয় লাখ ৯৬ হাজার ৬৮১, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ১৭ হাজার ২০০, চিলিতে তিন লাখ ৪৭ হাজার ৩৪২, পেরুতে তিন লাখ ২৪ হাজার ২০, ইরানে দুই লাখ ৮৬ হাজার ৬৪২, মেক্সিকোতে তিন লাখ ২৭ হাজার ৯৯৩, পাকিস্তানে দুই লাখ ৬০ হাজার ৭৬৪, সৌদি আরবে দুই লাখ ৫৩ হাজার ৪৭৮, তুরস্কে দুই লাখ ২৪ হাজার ৯৭০, ইতালিতে দুই লাখ দুই হাজার ২৪৮, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১, জার্মানিতে এক লাখ ৯৮ হাজার ৯০০, বাংলাদেশে এক লাখ ৫০ হাজার ৪৩৭, কাতারে এক লাখ ৯ হাজার ৯৯৩, কানাডায় এক লাখ ছয় হাজার ৩৫৫, ফ্রান্সে ৮২ হাজার ৮৩৬ এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ২৮৪ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৬৪ হাজার ২৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৬ হাজার ৭৬৬, সিঙ্গাপুরে ৪৯ হাজার ৬০৯, সুইজারল্যান্ডে ৩২ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৭২৯, অস্ট্রেলিয়ায় ১২ হাজার ১৪৪ ও মালয়েশিয়ায় আট হাজার ৮০৩ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ৩৮ হাজার ৭১৫ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *