Type to search

কপোতাক্ষ নদের উপর সেতুর দাবিতে  কেশবপুরের সাগরদাঁড়িতে মানববন্ধন অনুষ্ঠিত 

কেশবপুর

কপোতাক্ষ নদের উপর সেতুর দাবিতে  কেশবপুরের সাগরদাঁড়িতে মানববন্ধন অনুষ্ঠিত 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কপোতাক্ষ নদের উপর সেতুর দাবিতে ৫ শতাধিক গ্রামবাসি মানববন্ধন করেছেন। শুক্রবার বিকেলে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কোমরপুর খেয়াঘাট পাড়ে ব্রিজের দাবিতে মানববন্ধন করা হয়। মানববন্ধনে দল মত নির্বিশেষে প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহন করেন। তারা সকলেই একটি ব্রিজের দাবি জানিয়েছেন। কোমরপোল গ্রামের উজ্জল হরির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য শাহাজান আলী, মাস্টার জাফর ইকবাল, অমিত কুমার দাস, মাস্টার রুপ কুমার আইচ, সঞ্জয় চক্রবর্তী, রবীন কুমার দাস, মাস্টার শহর আলী, হুমায়ন কবির, চিত্ত রঞ্জন দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে এই এলাকার মানুষের ব্রিজ নির্মানের
কথা বলে ভোট নিয়ে পাশ করেছেন অনেকেই। কিন্তু ভোটের পরে কেউই ব্রিজ নির্মানের
উদ্যোগ গ্রহন করেন নি। যে কারনে এলাকাবাসীরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ব্রিজ না থাকায় বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রিতে নায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীরা লেখাপড়া ঠিকমত করতে পারছেন না । যে কারনে তারা একটি ব্রিজের নির্মাণ করার জন্য মানববন্ধন করেছেন। ##

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *