Type to search

এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত সরকার

জাতীয় বাংলাদেশ শিক্ষা

এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত সরকার

অপরাজেয়বাংলা ডেক্স: এসএসসি ও এইচএসসি পরীক্ষার আয়োজন শুরু করেছে সরকার। শুধু নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে, আবশ্যিক এবং চতুর্থ বিষয়ের নম্বর বণ্টন আগের পাবলিক পরীক্ষার ভিত্তিতে হবে।

একদিন বিরতি দিয়ে বিভাগ অনুযায়ী পরীক্ষা হবে। ৩ ঘণ্টার বদলে দেড় ঘণ্টাসহ পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদ্ধতি প্রয়োগ করা হবে।

মনে হচ্ছে অবশেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ঘন্টা বাজতে চলেছে। এরইমধ্যে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছে গেছে প্রতিটি জেলায়। ছাপা হচ্ছে এইচএসসির প্রশ্নপত্রও।

পরীক্ষার্থীদের ঝামেলা কম হয়, এমন একাধিক উপায় প্রস্তাব করেছে শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। এগুলো হচ্ছে-

জিএফএক্স:-
১. পরীক্ষা হবে বিভাগ অনুযায়ী শুধু নৈর্বাচনিক বিষয়গুলোতে।
২. আবশ্যিক এবং চতুর্থ বিষয়ের মূল্যায়ন হবে এসএসসির ক্ষেত্রে জেএসসির ফলাফল এবং এইচএসসির ক্ষেত্রে জেএসসি ও এসএসসির ফলাফল।
৩. দেড় ঘন্টার পরীক্ষা হবে।  এক ঘন্টা লিখিত, আধ ঘন্টা এমসিকিউ।  চাপ কমাতে দুই ক্ষেত্রেই থাকছে একাধিক অপশন।
৪. বিভাগ অনুযায়ী একদিন করে বিরতি দিয়ে পরীক্ষা হবে।
৫. ব্যবহারিকের ক্ষেত্রে প্রতি বিষয়ের যেকোন দুইটি শিরোনামের ব্যবহারিক জমা দেবে পরীক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেন,’প্রশ্ন কিন্তু দশটাই দেয়া আছে। ছাত্রদের কাজ হবে দুইটা বা তিনটা। তারমানে অপশন বেড়ে গেল। এমসিকিউ দিতে হবে। ৩০টার মধ্যে হয়তো আমরা বলে দিবো যে কোন ১৫টা। আমরা প্রাকটিক্যালেও নাম্বার দিবো।’

প্রশ্ন উঠতে পারে পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মানানো নিয়ে। অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন,’স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে সিটপ্যান করা হবে। পরীক্ষা কেন্দ্রের সামনে হ্যান্ডসেনিটাইজার বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখা থাকবে। সবকিছু মেনে চলা হবে।’

সাধারণত ১৮ বছর বয়স পূর্ণ হয় না বলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেয়ার বিষয় নেই। ফলে তাদের ক্ষেত্রে শুধু স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করলেই চলবে বলে মনে করে সরকার।সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *