Type to search

এশিয়া পরিচালককে ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক

এশিয়া পরিচালককে ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তথা এশিয়া অঞ্চলের পরিচালক ড. তাকেশি কাসাইকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে । কর্মীদের হয়রানিসহ বিভিন্ন অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নিয়েছে ডব্লিউএইচও বলে নিশ্চিত করেছেন সংস্থাটির এক কর্মকর্তা।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডব্লিউএইচও’র দুটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, তাকেশির বিরুদ্ধে সংস্থাটির একাধিক কর্মীর অভিযোগের বিষয়ে চলমান তদন্তের কারণেই তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তাকেশি কাসাইয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এরআগে গত জানুয়ারিতে বার্তা সংস্থা এপি জানিয়েছিল, ডব্লিউএইচও’র এ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে বর্ণবাদী ভাষা ব্যবহার এবং জাপানকে টিকা সংক্রান্ত গোপন তথ্য দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে কর্মীদের প্রতি কঠোর হওয়ার কথা স্বীকার করলেও অন্যান্য অভিযোগ অস্বীকার করেছিলেন তাকেশি।

জাপানি বংশোদ্ভূত তাকেশি ১৫ বছরেরও বেশি সময় ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত রয়েছেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেন তাকেশি।

তাকেশি-কে ছুটিতে পাঠিয়ে তার জায়গায় সুজসান্না জাকাবকে ডব্লিউএইচও-এর এশিয়া পরিচালক হিসেবে সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে।

Next Up