Type to search

এডিসের লার্ভা নিধনে সিসিক’র অভিযান শুরু

জেলার সংবাদ বাংলাদেশ

এডিসের লার্ভা নিধনে সিসিক’র অভিযান শুরু

অপরাজেয়বাংলা ডেক্স: এডিস মশার লার্ভা ও সাধারণ মশা নিধনে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন।

শুক্রবার বিকেলে নগরভবন ও আশেপাশের এলাকায় যন্ত্রচালিত স্প্রে মেশিনে মশা নিধন অভিযানের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় স্থানীয় কাউন্সিলর ও সিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি মেয়র জানান, এডিস মশা ও উড়াল মশার বিস্তার রোধে কঠোর অবস্থানে সিসিক।  নগরীর ২৭টি ওয়ার্ডে বিশেষ অভিযান চলবে।

পাশাপাশি ডেঙ্গু মশার লার্ভার প্রজননক্ষেত্র যাতে তৈরি না হয়, সে লক্ষ্যে সচেতন থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র।

এদিকে মহামারি করোনাভাইরাসের মধ্য দিয়ে চলছে সমগ্রবিশ্ব। এই ভাইরাসে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। সূত্র,ডিবিসি নিউজ