Type to search

একাত্তর টিভির ফারজানা রুপাকে আমন্ত্রন! নড়াইলের রাজাকার পুত্র আজিজ মন্ডল কিভাবে একাত্তরটিভির সাংবাদিক জানাতে

নড়াইল

একাত্তর টিভির ফারজানা রুপাকে আমন্ত্রন! নড়াইলের রাজাকার পুত্র আজিজ মন্ডল কিভাবে একাত্তরটিভির সাংবাদিক জানাতে

নড়াইল প্রতিনিধি
নড়াইলে কুখ্যাত রাজাকার আওয়াল মন্ডলের ছেলে আজিজ মন্ডল একাত্তর টিভির
নড়াইলের সাংবাদিক হওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল প্রথম থেকেই। সম্প্রতি প্রথম
আলোর সাভারের প্রতিবেদক শামসুজ্জামান শামসসের মিথ্যা প্রতিবেদন করা এবং
সেটা একাত্তর টিভিতে প্রতিবেদন করার কারনে ডিজিটাল নিরাপত্তা আইনের
মামলায় শামস কারাগারে যাওয়ায় সেই একাত্তর টিভির নড়াইলের প্রতিবেদক
বর্তমানেও রাজাকার পুত্র আজিজ মন্ডল থাকায় ফুুসে উঠেছে নড়াইলের
সর্বস্তরের জনগন।
নড়াইলের জনগন শামসসের মিথ্যা প্রতিবেদন নিয়ে ৭১টিভিতে প্রতিবেদন করার
অভিনন্দন জানিয়েছে। তেমনী প্রশ্ন তুলেছে ৭১টিভির বিরুদ্ধে যে কুখ্যাত
রাজাকার আওয়াল মন্ডলের ছেলে আজিজ মন্ডল একাত্তর টিভির নড়াইলের সাংবাদিক
কিভাবে হয়েছে। এটা নিয়ে প্রতিবেদন করতে ফারজানা রুপাকে আমন্ত্রন
জানিয়েছে।
নড়াইলের বীর মুক্তিযোদ্ধা আহমেদ ফজলুর রহমান মুরাদ বলেন, ২৬শে মার্চের মত
৭১টিভিতে অনেক সুন্দর ও সাহসী প্রতিবেদন করে। এজন্য একাত্তর টিভি
কর্তৃপক্ষকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এবং ফারজানা রুপাকে আমন্ত্রন
জানাই আজিজ মন্ডল একাত্তর টিভির নড়াইলের সাংবাদিক কিভাবে হলো এবং এখন
পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে।
নড়াইল জেলা প্রেসক্লাবের একজন সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ করার শর্তে
জানান,নড়াইলের উল্লেখযোগ্য রাজাকারের তালিকায় আজিজ মন্ডলের পিতার নাম ১০
নম্বরে। যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা বর্তমানে বিচারাধীন
রয়েছে। সুতরাং সুচতুর আজিজ মন্ডল ৭১টিভিতে নাম পরিবর্তন করে মোঃ আজিজুলল
ইসলাম দিয়ে মিথ্যার আশ্রয়ে সাংবাদিক হয়েছে। স্বনামধন্য ৭১টিভির প্রতিনিধি
হওয়ায় দাপটের সাথে কাওকে পাত্তÍা দেয়না। আমাদের প্রশ্ন হচ্ছে ৭১টিভির মতো
স্বাধিনতা স্বপক্ষের টিভিতে কিভাবে রাজাকার পুত্র সাংবাদিক হয়। আবার
নির্লজ্জের মতো আজিজ কিভাবে সাংবাদিকতা করে।
নড়াইলে মুলধারার সাংবাদিকরা বলেন,“৭১টিভির সাংবাদিক ৭১এর রাজাকার পুত্র
আজিজ মন্ডল” শিরোনামে স্থানীয় দৈনিক বিডিখবর ও জাতীয় পত্রিকায় একাধিক বার
নিউজ হয়েছে। কিন্ত ৭১টিভি কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।
নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট
সুবাস বোস বলেন,স্বাধিনতার স্বপক্ষের সরকার অনেকগুলো টিভিকে অনুমোদন
দিয়েছে। তারমধ্যে একাত্তর টিভি অন্যতম। একাত্তর টিভি কর্তৃপক্ষ আমাদের
কাছে জানতে চাইলে বলবো স্বাধিনতার স্বপক্ষের টিভিতে স্বাধিনতার স্বপক্ষের
অথবা ভালো লোক নির্বাচন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া উচিত।