Type to search

ইট পোড়ানো আইনের উপধারা বাতিল দাবি

জেলার সংবাদ

ইট পোড়ানো আইনের উপধারা বাতিল দাবি

 

অপরাজেয় বাংলা ডেক্স : মাগুরায় ইট পোড়ানো আইন ২০১৩ এর ৮ (৩) (ঙ) উপধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি মাগুরা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি মাগুরা শাখার সভাপতি রবিউল হক ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্ন ইটভাটার ৫ শতাধিক শ্রমিক অংশ নেয় ।
মানববন্ধনে জানানো হয়, জেলায় মোট ইটভাটা হয়েছে ১০৩টি। তার মধ্যে জিগজ্যাগ ইটভাটার সংখ্যা রয়েছে ৪৪টি। জিগজ্যাগ ইটভাটার মালিকরা বিগত ২০১৭-১৮ ইট উৎপাদন মৌসুম থেকে পরিবেশ অধিদপ্তর হতে ছাড়পত্র না পাওয়াতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে ।
সারাদেশে ছয় হাজারের বেশি অধিক জিগজ্যাগ ভাটা রয়েছে। এসব ভাটায় প্রায় ২৭ হাজার শ্রমিক কাজ করে। তাই সরকার যদি বৈধ যেসব জিগজ্যাগ ভাটা রয়েছে সেগুলোর লাইন্সেস প্রদান না করে তাহলে শ্রমিকরা বেকার হয়ে পড়বে।
ইটভাটার মালিকদের দাবি, শর্ত শিথিল করে জিগজ্যাগ ইটভাটার ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব এক হাজার মিটারের পরিবর্তে ৪৫০ মিটার করা হোক ।সূত্র, সুবর্ণভূমি