Type to search

ইউক্রেনে ৪০০ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক

ইউক্রেনে ৪০০ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

অনলাইন ডেস্ক
ইউক্রেনে ৪০০ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ
সংগৃহীত ছবি

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে অন্তত ৪০৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের মধ্যে ২৭ শিশুও রয়েছেন।

এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, সঠিক তথ্যের অভাবে প্রকৃত মৃতের সংখ্যা জানা সম্ভব হচ্ছে না। এই সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের অন্তত ৭টি স্বাস্থ্য স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
সংস্থাটি জানিয়েছে, ‘সাত মার্চ পর্যন্ত ইউক্রেনের স্বাস্থ্য সেবা অবকাঠামো লক্ষ্য করে অন্তত নয়টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে সাতটি হামলার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আর বাকি দুটি সম্ভাব্য হামলার বিষেয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

তবে এই হামলায় স্বাস্থ্য সেবার কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র: আল জাজিরা