Type to search

আভয়নগরের ধোপাদী হাই স্কুল মাঠে ৪ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল

ধর্ম

আভয়নগরের ধোপাদী হাই স্কুল মাঠে ৪ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল

শামসুজ্জামান মন্টু, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভার ৩নং ওয়ার্ড ধোপাদী হাই স্কুল মাঠে ইসলাম ধর্মাবলম্বীদের খুলনা বিভাগের সর্ব বৃহৎ ৪ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। তাফসিরুল কোরআন মাহফিল ধোপাদী গ্রাম, সবুজ বাগ ও পোড়াবাড়ি সহ সর্বস্তরের জনগনের উদ্যোগে আজ মাহফিলের তৃতীয় দিন এ উপলক্ষে গত ১লা মার্চ ১ম দিন প্রধান বক্তা হিসেবে তাফসিরুল কোরআন পেশ করেন সিরাজগঞ্জের হযরত মাওঃ হেদায়েতুল্লাহ নূরী। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন হযরত মাওঃ মুফতী রাকিবুল হাসান ইমাম ও খতীব, একতারপুর ফারজীবাড়ী জামে মসজিদ। সভাপতিত্ব করেন ইমাম ধোপাদী ইসলামপাড়া বাগেজন্নাত জামে মসজিদ। ২রা মার্চ দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে কোরআন মাহফিল পেশ করেন বারাসাত ভারতের হযরত মাওঃ মনিরুজ্জামান, দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন মুহ তামীম দড়াটানা মাদরাসা ও সভাপতি যশোর জেলা ফতুয়া বোর্ডের হযরত মাওঃ মুফতি মুজিবুর রহমান, সভাপতিত্ব করেন ইমাম ধোপাদী পশ্চিমপাড়া বাইতুননুর জামে মসজিদের মাওলানা আঃ কাদের। আজ ৩রা মার্চ প্রধান বক্তা হিসেবে তাফসিরুল কোরআন মাহফিল পেশ করবেন আসাম ভারতের হযরত মাওঃ আব্দুস সুবহান, দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন ইমাম ভাঙ্গাগেট বাজার জামে মসজিদ অভয়নগরের হযরত মাওঃ ইকরামুল ইসলাম, সভাতি হিসেবে থাকবেন ইমাম পোড়াবাড়ী আরাফাত জামে মসজিদের ইসরাফিল হোসেন। ৪ঠা মার্চ মাহফিলের শেষ দিনে প্রধান বক্তা হিসেবে তাফসিরুল কোরআন পেশ করবেন আসাম ভারতের হযরত মাওঃ আব্দুস সুবহান, দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন মুহতামিম ধোপাদী মহিলা মাদরাসার হযরত মাওঃ দেলোয়ার হুসাইন। ঐদিন সভাপতিত্ব করবেন সাবেক সংসদ সদস্য যশোর-৪ ও মাহফিল ইন্তেজামিয়া কমিটির আলহাজ এমএম আমিনুদ্দীন। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে ঐতিহাসিক কোরআন মাহফিলে শরীক হওয়ার জন্য আহবান রেখেছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে যশোর জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফ মোল্ল্যা, বিশিষ্ট রাজনীতিবিদ সরদার মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌরসভা কাউন্সিলর তালিম হোসেন, সাবেক কাউন্সিলর জাকির হোসেন ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *