Type to search

আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

জেলার সংবাদ

আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

অপরাজেয় বাংলা ডেক্স
হত্যা ও ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

বৃহস্পতিবার সকালে সিলেট পিবিআই কার্যলয়ে সংসবাদ সম্মেলনে এ তথ্য জানায় পিবিআই। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্য রয়েছে আগাপুর গ্রামের কামরুল ইসলাম, রশিদ আহমদ এবং কচুপাড়া গ্রামের সেবুল আহমদ।

পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ২০১৮ সালে ১৯ এপ্রিল কানাইঘাটের ছোট দেশ আগাপুরের আব্দুল জলিলের বাড়িতে ১০-১২ জন ডাকাত প্রবেশ করে  তার ছেলে ইফজালুর রহমানকে গুলি করে হত্যা করে মালামাল লুট করে পালিয়ে যায়।

পরবর্তীতে আব্দুল জলিল বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করলে তার তদন্তভার পায় পিবিআই। দীর্ঘ দু’বছর বছর তদন্ত করে, প্রথমে দুর্ধর্ষ এ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে। এরপর, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার গ্রেপ্তার করা হয় ডাকাত দলের আরও তিন সদস্যকে।

এ নিয়ে উপরোক্ত ডাকাতির ঘটনায় মোট ৫ জনকে আটক করেছে পিবিআই।

 

সূত্র, DBC বাংলা