Type to search

আজ ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন পরিবারকে দেয়া হচ্ছে ঘর

জাতীয়

আজ ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন পরিবারকে দেয়া হচ্ছে ঘর

অপরাজেয়বাংলা ডেক্স: মুজিববর্ষে একটি মানুষও গৃহহারা থাকবে না-সরকারের এমন প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ ৫৩ হাজার ৩শ’ ৪০টি ভূমিহীন পরিবারকে দেয়া হচ্ছে জমির মালিকানাসহ দুর্যোগ সহনীয় সেমিপাকা ঘর।

আজ রবিবার (২০ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রকল্পের দ্বিতীয় ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রকল্পের আওতায় পুরো দেশে ১ লাখ ২০ হাজারের বেশী ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে। এরইমধ্যে চলতি বছর জানুয়ারিতে প্রথম ধাপে প্রায় ৭০ হাজার ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ঘর দেয়া হয়েছে। এই প্রকল্পে কোন ঠিকাদার না থাকায় অনেক কম খরচে ঘরগুলো নির্মাণ করা গেছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস।

আহমেদ কায়কাউস জানান, স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রকল্পের কাজ চলছে বলে সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে এই প্রকল্প। বৈশ্বিক মহামারিতে অনেক প্রকল্প থেমে গেলেও এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

সূত্র,ডিবিসি নিউজ