Type to search

আজ বুদ্ধ পূর্ণিমা : স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে আনুষ্ঠানিকতা

অন্যান্য ধর্ম বাংলাদেশ

আজ বুদ্ধ পূর্ণিমা : স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে আনুষ্ঠানিকতা

অপরাজেয়বাংলা ডেক্স : আজ বুদ্ধ পূর্ণিমা। বৈশাখি পূর্ণিমার এই দিনে বৌদ্ধরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এই দিনটি পালন করেন। মহামারি করোনার কারণে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে সব আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানান বিহার সংশ্লিষ্টরা।  

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ধর্মমতে, এদিনে বৌদ্ধধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধ, কপিলাবস্তুর লুম্বিনী কাননে তথা নেপালে জন্মগ্রহণ করেন। একই দিনে তিনি বুদ্ধত্ব এবং মহাপরিনির্বাণ লাভ করেন।

এই উপলক্ষে বৌদ্ধ মন্দিরগুলোতে বুদ্ধ পূজা, ধর্ম নিয়ে আলোচনাসহ, চলবে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় বলেন,’মা যেমন তার সন্তানকে রক্ষা করে থাকেন, ঠিক সেভাবেই জগতের সকল প্রাণি সুখী হোক।’

করোনা মহামারি কারণে এ বছর সীমিত আকারে সব আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানান বিহার সংশ্নিষ্টরা। ভিক্ষু সুনন্দপ্রিয় জানান,’আজ বিশেষ প্রার্থনা করবো করোনায় যারা আক্রান্ত হয়েছেন তাদের রোগ মুক্তির জন্য। যারা মার গেছেন তাদের জন্য। বিশ্বের সকল মানুষ যেন করোনা থেকে মুক্তি পায়।’সূত্র,ডিবিসি নিউজ