Type to search

আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

স্বাস্থ্যবিধি

আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

অপরাজেয় বাংলা ডেক্স

আজ বিশ্ব নিউমোনিয়া দিবস।  ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হলে মৃত্যুর আশংকা বেশি থাকে।

নিরাময়যোগ্য রোগ হলেও প্রতি ২০ সেকেন্ডে বিশ্বে একজন শিশু এ রোগে মারা যায়।  তবে শিশু ছাড়া সব বয়সী এ রোগে আক্রান্ত হতে পারে।  বয়স্কদের জন্যও এ রোগ ঝুঁকিপূর্ণ।  বিশ্বব্যাপী ২০ লাখ শিশু এ রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী- যেকোনটি দিয়েই নিউমোনিয়া হতে পারে।  জীবাণু শরীরে প্রবেশ করার পর থেকে লক্ষণ দেখা দেয়। জ্বর, শরীর ব্যথা, নাক দিয়ে পানি পড়া নিউমোনিয়ার লক্ষণ।  দিবসটি উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সূত্র, DBC বাংলা