Type to search

আজ পবিত্র হজ

ধর্ম

আজ পবিত্র হজ

অপরাজেয়বাংলা ডেক্স: আজ হজের মূল আনুষ্ঠানিকতা। করোনা মহামারির মধ্যেই দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ।

আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রাতে মিনায় কাটিয়ে ফজরের পর আরাফাতে যাবেন তারা।

এবার হজের খুতবা দেবেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করে খুতবা প্রচার করা হবে। সারাদিন ইবাদত বন্দেগি করে মুজদালিফায় রাত্রি যাপন করবেন হজযাত্রীরা। পরদিন ১০ই জিলহজ মিনায় প্রতিকী শয়তানকে পাথর নিক্ষেপ করে পশু কোরবানির পর হাজীরা মাথা মুড়াবেন।

এর আগে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত মুসল্লিরা কাবা ঘর তাওয়াফ করেন। স্বাস্থ্যবিধি মেনে তাওয়াফের কারণে ঘণ্টায় দুই হাজারের বেশি ব্যক্তি তাওয়াফ করার সুযোগ পাননি।

সৌদি আরবের অধিবাসী ও সেখানে থাকা ১৫০ দেশের নাগরিক মিলে মাত্র ৬০ হাজার মানুষ এবার হজের সুযোগ পেয়েছেন।

সূত্র,ডিবিসি নিউজ