Type to search

অভয়নগর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভায় ঘুরে ফিরে একই বিষয় উঠে আসে

অভয়নগর

অভয়নগর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভায় ঘুরে ফিরে একই বিষয় উঠে আসে

নওয়াপাড়া অফিস:
যশোরের অভয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বার বার একই সমস্যা নিয়ে আলোচনা হয় সেই মোতাবেক সিদ্ধান্তও হয় কিন্তু বাস্তবায়ন হয় না। গত কয়েকটি সভায় এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা নওয়াপাড়ার স্বাধীনতা চত্বরে যানজট সমস্যা,ভবদহ অঞ্চলে অপরিকল্পিত মাছের ঘের করার কারনে বসতবাড়িতে পতিত বৃষ্টির পানি নিষ্কাশনে বাঁধা,বাল্য বিয়ে প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, নওয়াপাড়া চুড়িপট্টিতে ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের অভিযান করা, রাতে চায়ের দোকানে অথবা গ্রামের মোড়ে মুদি দোকানে বসে বখাটের ইন্টারনেটের আড্ড দেওয়া বন্ধ করার জন্য পুলিশি টহল দেওয়া বিষয়ে সিদ্ধান্ত হয়। এসব বিষয়ক সিদ্ধান্ত বিগত আইনশৃঙ্খলা বিষয়ক সভার রেজুলেন নথিতে নথিজাত হয়ে রয়েছে। কিন্তু কার্যকরের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় না। গত বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলার সভায় এবারো একই বিষয় উঠে এসেছে।
এবারের সভায় যে সব সমস্যা বিষয়ে আলোচনা হয় তা হলো- ভবদহ অঞ্চলে অপরিকল্পিত মাছের ঘের নীতিমালার আওতায় আনা, রাস্তা লাগোয়া করে ঘেরে নির্মাণ করায় রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে এসব ঘের মালিকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান করে শাস্তির আওতায় আনা। বাল্য বিয়ের প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি। নওয়াপাড়া চুড়িপট্টিতে ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের অভিযান করা। রাতে চায়ের দোকানে অথবা গ্রামের মোড়ে মুদি দোকানে বসে বখাটের ইন্টারনেটের আড্ড দেওয়া বন্ধ করার জন্য পুলিশি টহল দেওয়া। স্কুল কলেজে মাদক নির্মুলে অভিযান চালানো , টেকা নদীর ওপর নির্মানাধীন ব্রিজের কারনে অস্থায়ী কাঠের ব্রিজ তৈরিতে নি¤œ মানের কাঠ ব্যবহার করায় ব্যবস্থা গ্রহণ সহ নানা বিষয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে মতামত বক্ত করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ওহিদুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা টিটব সিকদার, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি, হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।