Type to search

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৮ জন বিদেশ ফেরত হোম কোরেনটাইনে

অভয়নগর

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৮ জন বিদেশ ফেরত হোম কোরেনটাইনে

স্টাফ রিপোর্টার-
অভয়নগর উপজেলা নির্বহী কর্মকর্তা ৮জন বিদেশ ফেরত প্রবাসীদের বাড়িতে গিয়ে তাদেরকে হোম কোরেনটাইনে থাকার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার তিনি ওই সব বিদেশ ফেরত লোকদের বাড়িতে যান, তাদেরর স্বাস্থ্য সম্পর্কে খোজ খবর নিয়ে এ নির্দেশ দিয়ে আসেন।
জানা গেছে,বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন স্থানীয় পুলিশ প্রশাসন ও কয়েকজন সাংবাদিকদের সাথে নিয়ে উপজেলার বনগ্রামের আসাদুল করিম ( ইতালি ফেরত), মাগুরা গ্রামের আমিনুর ( ইতালি ফেরত) ও শহিদুল (ইতালি ফেরত), চেঙ্গুটিয়া গ্রামের আবদুল কাদের (সিঙ্গাপুর ফেরত), পায়রা গ্রামের মুসা ( সৌদি ফেরত), ভাঙ্গাগেট এলাকার জিহাদুল (সিঙ্গাপুর ফেরত), বুইকরা গ্রামের রহিমা বেগম (দুবাই ফেরত) ও বালিয়াডাঙ্গা গ্রামের সাত্তার মোল্যার ( মালয়েশিয়া ফেরত) বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে বাড়িতে অবস্থান করার নির্দেশ দেন। এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুর রহমান রিজভী জানান- এ পর্যন্ত অভয়নগর উপজেলায় এই ৮জন বিদেশ ফেরত প্রবাসীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরা সবাই স্বাভাবিক অবস্থায় রয়েছে।