Type to search

অভয়নগরে ১৪দফা দাবিতে রাষ্ট্রায়াত্ত পাটকল শ্রমিকদের জনসভা

অভয়নগর

অভয়নগরে ১৪দফা দাবিতে রাষ্ট্রায়াত্ত পাটকল শ্রমিকদের জনসভা

স্টাফ রিপোটার: ২০১৩ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদেও পাওনা পরিশোধ, পাটকল আধুনিকায়ন, বিজেএমসি কর্মকর্তাদেও দুর্নীতির বিচার, ২০১৯ সালের ৬টি বকেয়া বিল পরিশোধ ও হয়রানিমুলক মামলা প্রত্যাহারসহ ১৪ দফা দবিতে রোববার বিকালে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদেও উদ্যোগে অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়াত্ত¡ পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজ(জেজেআই) ও কার্পেটিং মিলের শ্রমিকদের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপত্বি করেন কার্পেটিং মিলের সাবেক সিবিএ সহসম্পাদক মো: কামরুজ্জামান।
সভায় সহ¯্রাধিক শ্রমিক উপস্থিত ছিল। সভায় বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক এড. কুদরত-ই খুদা, সদস্য সচিব এম এ রশিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্ক্্রবাদী) কেন্দ্রীয় সম্পাদক ইকবাল কবির জাহিদ, খুলনা জেলা সভপতি ও জাতীয় শ্রমিক ফেডারেশনের আহবায়ক মোজাম্মেল হক খাঁন, খুলনা জেলা সম্পাদক গাজী নওশের আলী, যশোর জেলা কমিটির সদস্য চৈতন্য কুমার পাল,বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত, নওয়াপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা শমসের আলী, জেজেআই সাবেক সিবিএ সহসম্পাদক মোহাম্মদ আলী সরদারসহ স্থানীয় শ্রমিক নের্তৃবৃন্দ। বক্তারা অবিলম্বে মিলগুলো চালু করার জন্য হুসিয়ারী উচ্চারণ করেন। তা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।