Type to search

অভয়নগরে সন্ত্রাসীহামলায় দৈনিক কালজয়ী পত্রিকার অভয়নগর প্রতিনিধি গুরুতর জখম। দুইজন গ্রেফতার

অভয়নগর

অভয়নগরে সন্ত্রাসীহামলায় দৈনিক কালজয়ী পত্রিকার অভয়নগর প্রতিনিধি গুরুতর জখম। দুইজন গ্রেফতার

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে সন্ত্রাসীহামলায় ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালজয়ী পত্রিকার অভয়নগর প্রতিনিধি সাংবাদিক কাজী মোহাম্মদ আলী(৪২) গুরুতর আহত হওয়ার ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে। পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে দুজনকে গ্রেফতার করেছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টার সময় উপজেলার নওয়াপাড়া প্রাণী সম্পদ আফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে । আহত সাংবাদিক কাজী মোহাম্মদ আলী প্রেসকøাব, নওয়াপাড়ার সাধারণ সম্পাদক।
এ ঘটনায় কাজী মোহাম্মদ আলীর মা জাহানারা বেগম বাদি হয়ে গত শুক্রবার রাত বারটার দিকে ছয়জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন উপজেলার বুইকরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে নওয়াপাড়া পৌরযুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবু, একই গ্রামের ইউসুফ সরদারের ছেলে সোহেল সরদার, নওয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মানু, বুইকরা গ্রামের আঃ রশিদের ছেলে নওয়াপাড়া পৌর ৪ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিশান আহম্মেদ জয়, একই গ্রামের জুলু ড্রাইভারের ছেলে শাহ আলম ও আঃ রবের ছেলে ইমন হোসেন।
মামলা সূত্রে জানাগেছে, গত বৃহস্পিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধায় মোটর সাইকেলে করে কাজী মোহাম্মদ আলী উপজেলার নওয়াপাড়া প্রাণী সম্পদ আফিসের সততা ফার্মেসীর সামনে এলে হঠাৎ করে আসামিরা তার গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তাকে মারাত্বকভাবে যখম করে। আসামিরা এসময় তার ডানপায়ের রগ কেটে দেয়। এছাড়া তার দুই পা ও দুই ভেঙ্গে দিয়ে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসির তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন কার হয় । বর্তমানে তিনি খুলনায় একটি বেসরকারি হাসপাতাল হেলথ কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। আহতের স্ত্রী রুপা বেগম জানান, সংবাদ প্রকাশ করার কারণে সন্ত্রাসীরা আমার স্বামীর উপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা তার শরীরের বিভিন্ন যায়গাসহ ডান পায়ের রগ কেটে দেয় এবং দুইহাত ও দুই পা ভেঙ্গে গুড়িয়ে দেয়। সে আশঙ্কাজনক ভাবে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানায় ।
কাজী মোহাম্মদ আলী জানিয়েছেন, গত ১৫ আগস্ট উপজেলার রাঙারহাটে বাঙলালিংক টাওয়ারের ব্যাটারিসহ অন্যান্য মুল্যবান মালামাল চুরির সময় মামলার ৪ নম্বর আসামি বুইকরা গ্রামের আঃ রশিদের ছেলে নওয়াপাড়া পৌর ৪ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিশান আহম্মেদ জয় হাতে নাতে ধরা পড়ে। এ ঘটনায় থানায় মামসলা হয়। সাংবাদিক কাজী মোহাম্মদ আলী এ ঘনার পর দৈনিক কালজয়ী পত্রিকায় সংবাদ পরিবেশন করেন। এরপর থেকে আসামিরা প্রতিনিয়ত তাকে হত্যা করার হুমকি দিয়ে আসছিল।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ‘আহতের মা থানায় গত শুক্রবার রাতে মামলা করেছে। র‌্যাবের সহযোগিতায় ওই রাতেই বিল্লাল আহমেদ ও সোহেলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছি।’