Type to search

অভয়নগরে শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন প্রয়াত শিবুপ্রসাদ সাহা

অভয়নগর

অভয়নগরে শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন প্রয়াত শিবুপ্রসাদ সাহা

স্টাফ রির্পোটার: নওয়াপাড়া ইনস্টিটিউটের আয়োজনে শনিবার বিকালে ইনস্টিটিউট মিলনায়তনে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাপতি, অভয়নগর উডজেলাাপূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি

প্রয়াত শিবুপদ সাহা’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রদ্ধা আর ভালবাসা দিয়ে শিবুপ্রসাদের বর্ণাঢ্য কর্মজীবনকে স্মরণ করতে যেয়ে অনেকে কান্নায় ভেঙ্গে

পড়েন। বক্তারা বলেন, শিবুপ্রসাদ ছিলেন একজন নিস্বার্থপর মানবদরদী ব্যক্তি। তিনি সংস্কৃতি ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সভাপতি মোবারেক হেসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় দলমত নির্বিশেষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ রণজিত কুমার রায়, অভয়নগর উপজেলা আ,লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাব্কে হুইপ শেখ আব্দুল ওহাব,সভপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা বেগম, সিনিয়র সহসভাপতি ও অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, উপজেলা আ.লীগের সহসভাপতি সানা আব্দুল মান্নান, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান ফারাজী, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ফরুক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি, নওয়াপাড়া পৌরসভার সবনির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর বিশ^াস, তালিম হোসেন, মোস্তফা কামাল হোসেন, আব্দুস ছালাম, মিজানুর রহমান মোল্যা, বিপুল শেখ প্রমুখ। সভায় দল মত নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *