Type to search

অভয়নগরে মৎস্য ঘেরে অবৈধ পোল্টী লিটারসহ ট্রাক আটক:

অভয়নগর

অভয়নগরে মৎস্য ঘেরে অবৈধ পোল্টী লিটারসহ ট্রাক আটক:

অভয়নগরে মৎস্য ঘেরে অবৈধ পোল্টী লিটারসহ ট্রাক আটক: ৩০ হাজার টাকা জরিমানা আদায়

অভয়নগর প্রতিনিধি :যশোর
অভয়নগরে মৎস্য ঘেরে অবৈধ পোল্টী লিটারসহ একটি ট্রাক আটক করা হয়েছে। ওই সময় ঘেরে থাকা ম্যানেজার পালিয়ে যায়। ৩ জন শ্রমিককে আটক করে আনা হয়েছে। যে গাড়িটি আটক করা হয়েছে মাগুরা ড ১১-০০৩১। এ ঘটনায় ওই মৎস্য ঘের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী (ভুমি ) অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। রবিবার বেলা ১০টায় উপজেলা সরখোলা গ্রামের এলাকার পরশ বাবু তার নিজ মৎস্য ঘেরে এক পিকাপ অবৈধ পোল্টী লিটার ব্যবহার করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রæত ঘটনা স্থানে যেয়ে উপজেলা সহকারী (ভুমি ) অফিসার ও নির্বাহী ম্যাজি্েট্রড তানজিলা আখতারসহ থানা পুলিশের সহযোগিতায় ঘের মালিক পরশ বাবুর অবৈধ পোল্টী লিটারসহ একটি ট্রাক আটক করা হয়। পরে ৩০হাজার টাকা জরিমানা করে আদায় করে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্র্মকতাসহ থানা পুলিশের উপপরির্দশক ও সদস্য বৃন্দ। ভূক্তভোগী এলাকাবাসীরা বলেন, প্রতিনিয়ত এই অবৈধ পোল্ট্রি লিটার বিভিন্ন ট্রাকে করে মৎস্য ব্যবসায়ী পরশ বাবু মাছের ঘেরে দেয় এবং দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ নষ্ট করে আসছে। উপজেলা মৎস্য কর্মকর্তার ফারুক হুসাইন সাগর বলেন, ৩জন কর্মচারীকে আটক করে নিয়ে আসা হয়েছে। অবৈধ পোল্ট্রির লিটার পরিত্যক্ত স্থানে আনলোড করে ট্রাকটি আটক করে অভয়নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। উপজেলা সহকারী (ভুমি ) অফিসার ও নির্বাহী ম্যাজি্েট্রড তানজিলা আখতার বলেন, এ অঞ্চলে মৎস্য ঘেরে অবৈধ পোল্টী লিটার ব্যবহার করা থেকে সকলকে বিরত থাকতে হবে। তাছাড়া পোল্টী লিটার মৎস্য ঘেরে ব্যবহারে উৎপাদিত মাছ খেয়ে আমাদের শরীরের নানা রকম রোগ বাসা বাঁধে। এলাকার পরিবেশ নষ্ট করচ্ছে আর কোন উপায় না পেয়ে এই গাড়ি আটক করতে বাধ্য হয়েছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *