Type to search

অভয়নগরে ভৈরব সেতুর উপর মাদক ও অনৈতিক কর্মকান্ড চলছে

অভয়নগর

অভয়নগরে ভৈরব সেতুর উপর মাদক ও অনৈতিক কর্মকান্ড চলছে

প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন ধারণ করা ফাইল ছবি

 

 

স্টাফ রিপোর্টার : অভয়নগরে ভৈরব সেতুর উপর সন্ধ্যা নামলেই শুরু হয় মাদক ও অনৈতিক কর্মকন্ডের আখড়ায় পরিণত হয়।জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আঃ ওহাবের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় শতকোটি টাকা ব্যয়ে যশোরের অভয়নগর যশোর খুলনা মহাসড়কের ভাঙাগেট আমতলা জি, সি সড়কে ভৈরব নদীর উপর ৭০২.৫৫ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হয়। ২২নভেম্বর ২০২০ সালে জননেত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকা এ সেতুটি এখন রক্ষনাবেক্ষনের অভাবে মাদক ও উঠতি বয়সী যুবক যুবতীদের অনৈতিক কর্মকান্ডে অভয়ারণ্যে পরিনত হয়েছে । সেতুর পাশের বাসিন্দা আলামিন হোসেন বলেন, সেতুর উপর প্রায় সব লাইট গুলো নষ্ট , মাঝে মধ্যে দু একটি যা ভালো জ¦লে। লাইটের দায়িত্ব প্রাপ্ত কর্মচারি আমিনুর রহমান নিয়মিত লাইট গুলো জ¦ালানোর ব্যবস্থা কনের না ফলে , সন্ধ্যা নামার সাথে সাথে অন্ধকারে এক ভুতড়ে পরিবেশের সৃষ্টি হয়। রেলগেটের গেট ম্যান সলেমান ও রাজা মেডিকেল চেম্বারের মালিক ডাঃ জেড, এইস, রাজা বলেন সেতুর উপর কর্মকান্ডে আমরা এখন উদ্বিগ্ন ও আতংকিত। সেতুর গোড়ায় বড়ো বড়ো ট্রাক ও বিভিন্ন যানবাহন পার্কিং করার ফলে এ এলাকা এখন অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্য এ কে এম শামীম হাসান বলেন, ‘ এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। বিষটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *