Type to search

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্যান্য

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: ভবদহের জলাবদ্ধতা নিরসনে করনিয় বিষয়ক এক মত বিনিময় সভা সোমবার সকালে অভয়নগর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভবদহ পানি নিস্কাশন আন্দোলন কমিটির উদ্যেগে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন মনিরামপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধ এলাকার ইউপি চেয়ারম্যান ও জনগন।
অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে ভবদহ পানি নিস্কাশন আন্দোলন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান আওয়ামীলীগ নেতা শাহ ফরিদ জাহাঙ্গীর। সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত দাস শান্ত, আওয়ামী লীগ নেতা সানা আব্দুল মান্নান, ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিৎ ব্ওায়ালী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল,ভবদহ কলেজর সাবেক অধ্যক্ষ সরদার মোতালেব হোসেন, মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান, সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান কপিল বিকাশ, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, চেয়ারম্যান শেখর চন্দ্র, মশিয়ার রহমান, বিষ্ণুপদ দত্ত, সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, যুবলীগ নেতা আব্দুর রউফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,বর্তমানে ভবদহ এলাকার কোন বিলে টিআরএম চালু না থাকায় নদী নাব্যতা হারিয়েছে। এ অবস্থায় পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে শতাধিক গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
সভায় সকলেই জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) ছাড়া বিকল্প কোন ব্যবস্থা নেই বলে মত প্রকাশ করেন। এবং আমডাঙ্গা খাল সংস্কার করে পানি নিস্কাশনের ব্যবস্থা নেয়ার জোর দাবী জানানো হয়। এবং গণবিরোধী ৮’শ ৮ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প বাতিলের দাবী জানান।
সভায় আগামী ২৮ অক্টোবর যশোর জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসুচী গ্রহন করা হয়।

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা বিষয়ক মতবিনিময়
সভা অনুষ্ঠিত
অভয়নগর প্রতিনিধি : ভবদহের জলাবদ্ধতা নিরসনে করনিয় বিষয়ক এক মত বিনিময় সভা সোমবার সকালে অভয়নগর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভবদহ পানি নিস্কাশন আন্দোলন কমিটির উদ্যেগে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন মনিরামপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধ এলাকার ইউপি চেয়ারম্যান ও জনগন।
অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে ভবদহ পানি নিস্কাশন আন্দোলন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান আওয়ামীলীগ নেতা শাহ ফরিদ জাহাঙ্গীর। সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত দাস শান্ত, আওয়ামী লীগ নেতা সানা আব্দুল মান্নান, ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিৎ ব্ওায়ালী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল,ভবদহ কলেজর সাবেক অধ্যক্ষ সরদার মোতালেব হোসেন, মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান, সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান কপিল বিকাশ, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, চেয়ারম্যান শেখর চন্দ্র, মশিয়ার রহমান, বিষ্ণুপদ দত্ত, সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, যুবলীগ নেতা আব্দুর রউফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,বর্তমানে ভবদহ এলাকার কোন বিলে টিআরএম চালু না থাকায় নদী নাব্যতা হারিয়েছে। এ অবস্থায় পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে শতাধিক গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
সভায় সকলেই জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) ছাড়া বিকল্প কোন ব্যবস্থা নেই বলে মত প্রকাশ করেন। এবং আমডাঙ্গা খাল সংস্কার করে পানি নিস্কাশনের ব্যবস্থা নেয়ার জোর দাবী জানানো হয়। এবং গণবিরোধী ৮’শ ৮ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প বাতিলের দাবী জানান।
সভায় আগামী ২৮ অক্টোবর যশোর জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসুচী গ্রহন করা হয়।