Type to search

অভয়নগরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা

অন্যান্য

অভয়নগরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা

স্টাফ রিপোর্টার: শরৎ ঋতুকে স্মরণীয় করতে শারদীয় দুর্গাপূজার আগমণ ঘটে। স্বাস্থ্যবিধি মেনে অভয়নগরের সুন্দলী ইউনিয়নে পূর্ববর্তী বছরের মতো এবছরও পুরোদমে চলছে শারদীয়া পূজার সকল আয়োজন। হাতে বেশি সময় না থাকায় প্রতিমা তৈরীর কারিগররা নাওয়া-খাওয়া ভুলে প্রতিমা তৈরীর কাজ করেই চলেছে। এবছর সুন্দলী ইউনিয়নে মোট পুজামন্ডপের সংখ্যা ১৬টি। সবচেয়ে বেশি পরিমান পুজা মন্ডপ তৈরী হচ্ছে রামসরা গ্রামে এবং এই গ্রামে পূজা মন্ডপের সংখ্যা ৪টি। তবে সুন্দলী ইউনিয়নে সবচেয়ে বড় পরিসরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সুন্দলী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দিরে। বৃহৎ পরিসরে পুজার আয়োজনের কথা জানতে চাইলে সুন্দলী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হরিনাথ বিশ^াস বলেন সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ভক্তদের জন্য আরাধ্য শক্তির দেবী আরাধনার পরিবেশ তৈরী করতে আমরা আপ্রাণ চেষ্টা করে চলেছি। আগামী ২১ অক্টোবর নিহার চ্যাটার্জীর পৌরহিত্যে মঙ্গল ঘট স্থাপন ও বোধন তলায় পূজার মধ্য দিয়ে পূজার কাজ শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *