Type to search

অভয়নগরে পৌরসভার ধোপাদী ওয়ার্ডে ত্রাণের দাবিতে মানববন্ধন

অভয়নগর

অভয়নগরে পৌরসভার ধোপাদী ওয়ার্ডে ত্রাণের দাবিতে মানববন্ধন

নওয়াপাড়া অফিস- যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩নং ধোপাদী(দক্ষিণ) ওয়ার্ডের শতাধিক নারী পুরুষ বুধবার সকালে স্থানীয় হাড়িভাঙ্গা বাজারে করোনার প্রভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেছেন।ওই বাজারের সড়কে তারা প্রায় ঘন্টাব্যাপী সময় মানববন্ধন করেন। মানববন্ধনে আসা পৌড় হোসেন আলী (৭৫) বলেন, অসুখে এক মাস যাবৎ বিছানায় পড়ে আছি। স্ত্রী জুটমিলের শ্রমিকের কাজ করে সংসার চালাতো। মিল বন্ধ হয়ে যাওয়ায় খাবার জোগাড় করতে পারছি না। লকডাউনের পর তিনি এ পর্যন্ত কোন সাহায্য তিনি পাননি। মটর শ্রমিক জোহর আলী (৫৫)বলেন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় এক মাস রাস্তায় গাড়ি চলে না। কেউ একটি টাকা সাহায্য করে না। ঘরে খাবার নেই বাধ্য হয়ে রাস্তায় দাড়িয়েছি। শাহানারা বেগম(৫০) জানান, নওয়াপাড়া বাজারে একটি তুলার মিলে কাজ করতেন করোনার প্রভাবে মিল বন্ধ হয়েগেছে। এখন ঘরে খাবার নেই কেউ সাহায্য করে না। জুটমিল শ্রমিক লাইলি বেগম(৪৮), আখিদা খাতুন(৪৯)ও রহিমা বেগম(৪৭) বলেন, মিল বন্ধ হয়ে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েছে, সরকারি কোন সাহায্য সহযোগিতা তারা পাচ্ছে না তাই রাস্তায় দাড়িয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ওই মহল্লাবাসী সরকারে দেওয়া কোন সাহায্য পচ্ছে না।