Type to search

অভয়নগরে তরমুজের বাজার সিন্ডিকেটের জালে বন্দী। সাধারণ ক্রেতাদের ক্ষোভ প্রকাশ

অভয়নগর

অভয়নগরে তরমুজের বাজার সিন্ডিকেটের জালে বন্দী। সাধারণ ক্রেতাদের ক্ষোভ প্রকাশ

অভয়নগর উপজেলা প্রতিনিধি:

অভয়নগর উপজেলা  নওয়াপাড়া  বাজার  এখন  কিছু  অসাধু  ব্যাবসায়ীর হাতে  বন্দী। পবিত্র রমজান মাসে ধর্ম প্রান মুসলমানদের ইফতারের তালিকায়  পছন্দের  একটি  ফল হিসাবে   ব্যাবহ্নত হয়। প্রচন্ড  গরমে ও সবার  পরিচিত  এই মৌসুমী ফলের  ভরা মৌসুমে ও পিস হিসেবে  কিনে  এনে  হাতে  গোনা কিছু  ব্যাবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে  ৪০ /৪৫ টাকা  দরে বিক্রি  করছে।  তরমুজ  ব্যাবসায়ী সন্জয় ও হারুন  বলেন আমরা   ২৫০ টা পিস হিসেবে  তরমুজ  কিনে ৪০ টাকা করে  কেজি বিক্রি করছি।  সুজন  ফল ভান্ডার  ও সুমন  ফল ভান্ডার  উভয়  ব্যাবসায়ী  ৪০/৪৫টাকা কেজি  দরে বিক্রি করছে। ক্ষুদ্র ব্যাবসায়ী জাকির হোসেন  স্বীকার করে  বলেছেন  কিছু  বড় ব্যাবসায়ী পিস হিসেবে  তরমুজ  কিনে এনে কেজি  হিসাবে  বিক্রি  করছে। নওয়াপাড়া  গ্রামের  আলাউদ্দিন  বলেন  একটি  ছোট  সাইজের  তরমুজ  কিনলাম ২৫০ টাকা  দিয়ে। আর হয়তো  কিনতে পারবে  না।  তাই সাধারণ  মানুষের  অভিযোগ  প্রশাসনের  উদাসীনতা ও  মনিটরিং এর অভাবে  বাজারের লাগামহীনতা  বেড়েই চলেছে।  তাই  সবাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।