Type to search

অভয়নগরে ‘ডিজিটাল ভূমি জোনিং’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগর

অভয়নগরে ‘ডিজিটাল ভূমি জোনিং’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি
অভয়নগরে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং’ শীর্ষক প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রকল্পের বিষয়ে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিন, জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং স্পেশালিস্ট মাহবুবুর রহমান ও সজল চন্দ্র দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু,

ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান বিশ্বাস, জহুরুল ইসলাম, ইউপি সচিবসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রকল্প পরিচালক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিন জানান, ‘মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং’ শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশের এক লাখ ৩৮ হাজার ৪১২টি মৌজা ম্যাপ শীট স্ক্যান ও ডিজিটাইজ করে জিওরেফারেন্সড স্যাটেলাইট ইমেজের সাপেক্ষে জিওরেফারেন্সিংসহ ডাটাবেজ তৈরি এবং জিওরেফারেন্সিকৃত মৌজা ম্যাপ শীট ভূমি ব্যবহার তথ্যের ওপর প্রক্ষেপন করে মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি ব্যবহার ও ভূমি জোনিং মানচিত্র প্রণয়ন কাজ চলমান রয়েছে। অভয়নগরে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।
রাজয় রাব্বি