অভয়নগরে গবাদি পশু পালন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং ইউএসএআইডি এন্ড নিইট্রিশন অ্যাক্টিভিটি,এসিডিআই/ভোকা এর মধ্যে প্রাণ ও মানব স্বাস্থ্য ঝুাঁক হ্রাসে ওয়ান হেলথ ধারণা অনুযায়ী অ্যান্টিমাইক্রোভিয়াল রেজিস্ট্যন্স এর সমাধান প্রচার শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয় । গত বুধবার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কমিউনিটি সেন্টারে দিনব্যাপি অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃআবুজার সিদ্দিকী । কর্মশালায় বক্তব্য রাখেন ডাঃ নূর ফেরদৌসি মুনা ,ডাঃ জসিম উদ্দিন ,ডাঃ সমরেন্দ নারায়ণ, একমির জিএম (মার্কেটিং) মোঃ জিয়াউদ্দিন, মার্কেটিং ও সেলস সমন্বয়ক ভেটেনারি রাশিদুর রহমান রনজু প্রমুখ । উক্ত কর্মশালায় গবাদি পশুতে অ্যান্টিমাইক্রোভিয়াল রেজিস্ট্যান্স হ্রাস করার পাশাপাশি ওয়ান হেলথ ধারণা বাস্তবায়নের মাধ্যমে মানুষ ও প্রাণির স্বাস্থ্য ঝুঁকি হ্রাস এবং মান সম্পন্ন নিরাপদ খ্যাদ্য উৎপাদন নিশ্চিত করবে যারার সরাসরি উপকারভোগী হবেন গবাদি পশুর খামারি ,ভোক্তাবৃন্দ ও দেশের সার্বিক পরিবেশ। কর্মশালায় ৬৫ জন স্থানীয় গবাদি পশুর সেবাদানকরী (এলএসপি) অংশ গ্রহণ করেন ।