Type to search

অভয়নগরে ওজনে কম দেওয়ায় মাছ বিক্রেতার ১০ দিনের কারাদন্ড; ওয়েব্রীজে জরিমানা আদায়

অভয়নগর

অভয়নগরে ওজনে কম দেওয়ায় মাছ বিক্রেতার ১০ দিনের কারাদন্ড; ওয়েব্রীজে জরিমানা আদায়

অভয়নগর প্রতিনিধি-
ওজনে কম দেওয়ার দায়ে অভয়নগর ভ্রাম্যমান আদালতে ২জন মাছ বিক্রেতাকে ১০দিনের কারাদন্ড ও ১টি ওয়েব্রীজ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার বিকালে নওয়াপাড়া বড় মাছ বাজারে অভিযান পরিচালনা করেন খুলনা বিএসটি আই এর কর্মকর্তা কারুজামান । অভিযানে র্নিবাহী ম্যাজিট্রেট এর দায়িত্ব পালন করেন অভয়নগর উপজেলা র্নিবাহী র্কমকর্তা মো.শাহীনুজ্জামান। অভিযান কালে মাছের ওজন কম দেওয়ার অপরাধে ২জন কে ভ্রাম্যমান আদালত বসিয়ে দশ দিন করে সাজা প্রদান করা হয়। সাজা প্রাপ্তরা হলেন, বুইকাড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে সাদিক(২২) ও ফুলতলার পায়েকগ্রামকসবা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে আব্দুল হালিম (৩৬)। এছাড়া নওয়াপাড়া শেখ ব্রাদার্স এর ডিজিটাল ওয়েব্রীজ বিএসটি আই এর অনুমোদন না থাকায় দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।