Type to search

অভয়নগরে অনিয়ম করে উত্তোলন করা মাতৃত্বকালীন ভাতার টাকা ফেরত দিলেন এক নারী

অভয়নগর

অভয়নগরে অনিয়ম করে উত্তোলন করা মাতৃত্বকালীন ভাতার টাকা ফেরত দিলেন এক নারী

অভয়নগর প্রতিনিধি-
অভয়নগরে মাতৃত্বকালীন ভাতা প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশের পরে কর্তৃপক্ষের চাপে এক নারী টাকা ফেরৎ দিয়েছেন। তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে গিয়ে উত্তলনর্কৃত ১৪ হাজার টাকা ফেরত দিয়েছেন। এছাড়া সে ব্যাংক থেকে আর কোন টাকা যেন উত্তোলন করতে না পারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সে ব্যবস্থা নিয়েছেন।
ভাতার টাকা ফেরৎ দেওয়া ওই নারীর নাম ফারজানা আক্তার। তিনি নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাদ্দাম হোসেনের স্ত্রী। তদন্তে প্রমাণ হয়েছে তিনি গর্ভধারণ না করে ভাতা পেয়েছেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল সাংবাদিকদের জানান তদন্ত করে দেখা গেছে ফারজানা আক্তার গর্ভধারণ না ভাতার টাকা উত্তেলন করেছেন। পরে সে চাপে পড়ে গত ৪ সেপ্টেম্বর অফিসে এসে উত্তোলনর্কৃত থেকে ১৪ হাজার টাকা ফেরত দিয়েছেন। এছাড়া অগ্রণী ব্যাংক হিসাবে ওই ভাতাভোগীর আরো টাকা জমা আছে তা হিসাব করে ফেরত নেওয়া হবে। অনিয়ম করা সব টাকা হাতে আসলে আমরা তা মন্ত্রনালয়ে ফেরত পাঠিয়ে দিব।