৬০ কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ৬

অপরাজেয় বাংলা ডেক্স
রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে ২ কেজি কোকেনসহ ছয় জনকে উদ্ধার করেছে র্যাব। উদ্ধার করা কোকেনের আনুমানিক ৬০ কোটি টাকা।
র্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, মঙ্গলবার (২২ ডিসেম্বর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কোনাপাড়া মোমেনবাগ এলাকার সালাউদ্দিন স্কুল রোডের একটি বাসা থেকে কোকেন ব্যবসায়ী চক্রের তিন জনকে গ্রেফতার করে এবং একে কেজি কোকেন উদ্ধার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় হোটেল মেঘনায় অভিযান চালিয়ে আরও এক কেজি কোকেনসহ ৩ জন সদস্যকে গ্রেফতার করে। তারা হলো, সুলতান হাসান, উদয় দাস, হান্নান, উজ্জ্বল, পলাশ দে ও ফিরোজ আলম খান। এসময় তাদের কাছ থেকে মাদক ছাড়াও ৯টি মোবাইল ফোন ও নগদ ২,২৬০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার ৬ জনপ্রাথমিক জিজ্ঞাসাবাদে শেষে র্যাবের এই কর্মকর্তা জানায়, গ্রেফতারকৃত ৬ জন মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসাসহ আন্তর্জাতিক কোকেন পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।
সূত্র, বাংলা ট্রিবিউন