Type to search

৩০ জুলাই  আমডাঙ্গা খাল অভিমুখে পদযাত্রা সফল করতে সুন্দলীতে হাটসভা অনুষ্ঠিত 

অভয়নগর

৩০ জুলাই  আমডাঙ্গা খাল অভিমুখে পদযাত্রা সফল করতে সুন্দলীতে হাটসভা অনুষ্ঠিত 

প্রিয়ব্রত ধর,অভয়নগর প্রতিনিধিঃ
আগামী ৩০ জুলাই নওয়াপড়া থেকে আমডাঙ্গা অভিমুখে পদযাত্রা সফল করার লক্ষে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে গতকাল সোমবার বিকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির  হাটসভা অনুষ্ঠিত হয়।
শিব পদ বিশ্বাস এর সঞ্চালনায় অবশরপ্রাপ্ত শিক্ষক পূরঞ্জন  বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিত বাওয়ালী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সংগ্রাম কমিটির উপদেষ্টা জাকির হোসেন, অধ্যাপক অনিল বিশ্বাস, সুন্দলী ইউনিয়নের সদস্য  সচিব প্রভাষক কানু বিশ্বাস,  আহবায়ক সাধন বিশ্বাস, ডা. জগদীশ বিশ্বাস প্রমুখ।
সভায় ৮ মাস আগে আমডাঙ্গা খালে বরাদ্দের টাকার কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় নিম্নোক্ত দাবি তুলে ধরা হয়।
 আমডাঙা খালে বরাদ্দের কাজ দ্রুত শুরু, বিল কপালিয়ায় টি আর এম চালু, ৪৫ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল, ভবদহ অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত,  খাজনা মৌকুপ, বেকারভাতা প্রদানসহ সকলকাজ সেনাবাহিনীর মাধ্যমে করার জোর দাবী জানানো হয়।
সভায় আগামী ৩০ জুলাই আমডাঙ্গা অভিমুখে পদযাত্রায় অংশ গ্রহণের আহবান জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *