Type to search

২১ আগস্ট শেরপুরে গ্রেনেড হামলা দিবসের স্মরণসভা অনুষ্ঠিত

জাতীয়

২১ আগস্ট শেরপুরে গ্রেনেড হামলা দিবসের স্মরণসভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় নারকীয় গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে প্রতিবাদী স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শুক্রবার সকালে শহরের পৌর অডিটোরিয়ামে শহর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান নতুন,শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সহ-প্রচার সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সদস্য অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক দত্ত, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেইসাথে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের আশু রোগমুক্তি কামনা করা হয়।

Tags: