Type to search

২১ আগস্টের হামলার বিচার দাবিতে যশোরে মহিলা লীগের মানববন্ধন

জাতীয় যশোর

২১ আগস্টের হামলার বিচার দাবিতে যশোরে মহিলা লীগের মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ  ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরার নেতৃত্বে মানববন্ধনে যশোর জেলা মহিলা লীগের অর্ধশতাধিক নেতাকর্মীরা অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি জোট সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। ২০০৪ সালের ২১ আগস্ট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।

Tags: