Type to search

২০ ঘন্টা পর জানা গেল বোমা সন্দেহে ঘিরে রাখা বস্তুটি টাইলস কাটার মেশিন

জাতীয়

২০ ঘন্টা পর জানা গেল বোমা সন্দেহে ঘিরে রাখা বস্তুটি টাইলস কাটার মেশিন

স্টাফ রিপোর্টারঃ  ২০ ঘন্টা পর জানা গেল মোটরসাইকেলে থাকা বোমা সদৃশ বস্তুটি টাইলস কাটার মেশিন।

মোটরসাইকেলের মধ্যে বোমা সদৃশ বস্তু থাকায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকা ঘিরে রাখে পুলিশ। চৌহাট্টা-জিন্দাবাজার সড়কে বন্ধ করে দেয়া হয় যান চলাচল। নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এমনকি ঢাকা থেকে ঘটনাস্থলে যায় বোমা নিস্ক্রিয়করণ ইউনিট। বিশেষজ্ঞ দল যাওয়ার পর জানা যায় বোমা সদৃশ বস্তুটি টাইলস কাটার মেশিন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের প্রধান লে. কর্নেল রাহাত।

এর আগে, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে চৌহাট্টা এলাকার সিংহবাড়ির পাশে দাঁড় করিয়ে রাখা মোটর সাইকেলে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে ডিভাইসটি দেখে সন্দেহ হলে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ডিভাইসটি বোমা সদৃশ মনে হওয়ায় জায়গাটি ঘিরে রেখে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়েছে।

Tags: