Type to search

১১০ পিস ইয়াবা সহ নারী কারবারি গ্রেফতার 

অভয়নগর

১১০ পিস ইয়াবা সহ নারী কারবারি গ্রেফতার 

অভয়নগরে মাদক ছাড়ার মুচলেকা দেওয়া কারবারিরা ফের মাদকে জড়িত 
যশোরের অভয়নগর উপজেলায় মাদক কারবার ছাড়ার মুচলেকা দেওয়া অধিকাংশ কারবারিরা ফের মাদকে জড়িয়ে পড়েছে। মাদক ছাড়বার মুচলেকা দিয়ে স্বাভাবিক জীননে ফিরে আসার অঙ্গীকার করা লিপি বেগম (৪৫) নামের এমন এক মুচলেকা দেওয়া মাদক কারবারিকে ১১০ পিস এয়াবা সহ গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।
গতকাল উপজেলার বুইকারা আকুঞ্জি পাড়া তার নিজ বাসভবন থেকে আটক করা হয়।
আটক লিপি বেগম ওই এলাকার হিরু মোল্যার স্ত্রী।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অভয়নগর থানা এলাকার নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের আকুঞ্জি পাড়ায় লিপি বেগমের বাড়ি মাদক বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লিপির বাড়িতে অভিযান পরিচালনা করে ১১০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার বেশ কয়েকজনের সাথে কথা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *