Type to search

১০ হাজার ৭শ ৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ

জাতীয়

১০ হাজার ৭শ ৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ

অপরাজেয় বাংলা ডেক্স- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহায়তার জন্য গঠিত রাজাকার বাহিনীর সদস্যদের একটি তালিকা প্রকাশ করেছে সরকার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই তালিকায় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম উল্লেখ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলনে বলেন, “এই তালিকা প্রস্তুত করা হয় নি, প্রকাশ করা হচ্ছে। ”

মন্ত্রী বলেন, সরকারের হেফাজতে যেসব দালিলিক প্রমাণ পাওয়া যাবে তাই প্রকাশ করা যায়।

“আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য পেয়েছি,” তিনি বলেন।

রবিবার প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করা হয়। পরে ক্রমান্বয়ে আরো তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামলে রাজাকারদের অনেক রেকর্ড সরিয়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন মি. হক।

মুক্তিযোদ্ধাদেরও একটি আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন মি. হক। এই তালিকাটি প্রকাশ করা হবে আগামি বছরের ২৬শে মার্চ। সুত্র- বিবিসি বাংলা

বাংলাদেশে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচারের দাবিতে দীর্ঘ আন্দোলন হয়েছে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *