হবিগঞ্জের বানিয়াচঙে বানভাসী সাড়ে তিন’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টারঃ ঈদুল আযহাকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচঙে বানভাসী সাড়ে তিন’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুপুরে উপজেলা কাগাপাশা গ্রামের প্রবাসী হুমায়ূন কবির চৌধুরী ও তার বন্ধুদের উদ্যোগে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করা হয়। খাদ্রদ্রব্য পেয়ে খুশি করোনা আর বন্যায় অসহায় হয়ে পরা পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুহিত চৌধুরীসহ অনেকে।