Type to search

হকিতে গ্রুপ পর্বে তৃতীয় জয় পেল বাংলাদেশ।

খেলাধুলা

হকিতে গ্রুপ পর্বে তৃতীয় জয় পেল বাংলাদেশ।

এশিয়ান গেমসের হকিতে আবার জয়ের দেখা পেল বাংলাদেশ। টানা দুই ম্যাচে জয়ের
পর শক্তিশালী মালয়েশিয়ার কাছে হারতে হয়েছিল জিমি-চয়নদের। তবে আজ রোববার
থাইল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

ওই জয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলতে পারবে বাংলাদেশ।
জাকার্তায় অনুষ্ঠিত ওই ম্যাচের ৩৫ মিনিটেই গোলের দেখা পান আশরাফুল ইসলাম।
এর ঠিক পাঁচ মিনিট পরই আবারও গোল করেন আশরাফুল।

এর পরই থাইল্যান্ড একটি গোল পরিশোধ করে। ম্যাচের ৫৪ মিনিটে মিলন হোসেনের
গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

গ্রুপ পর্বে এর আগে ওমানকে ২-১ এবং কাজাখস্তানকে ৬-১ গোলে পরাজিত করে
বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে আছে শক্তিশালী পাকিস্তান ও মালয়েশিয়া। গত
শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ।

আগামী মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে
বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে আজকের জয়ে গ্রুপ পর্বে তৃতীয় স্থান
নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এ কারণে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ
খেলতে পারবে বাংলাদেশ।

ষষ্ঠ হলেও আগামী এশিয়ান গেমসের জন্য বাছাই পর্বে খেলতে হবে না বাংলাদেশকে।

ছবি : এএফপি