Type to search

স্কুল বন্ধ থাকায় সাড়ে ১৫ কোটির বেশি শিশু ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক শিক্ষা

স্কুল বন্ধ থাকায় সাড়ে ১৫ কোটির বেশি শিশু ক্ষতিগ্রস্ত

অপরাজেয়বাংলা ডেক্স: করোনার কারণে বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় সংকট দেখা দেয়ায় সাড়ে ১৫ কোটির বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্কুল বন্ধ থাকায় এরই মধ্যে আড়াই কোটির বেশি শিশু আর কখনোই স্কুলে ফিরতে পারবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই অবস্থা থেকে বের হয়ে আসতে শিক্ষক এবং ডিজিটাল লার্নিংয়ে বিনিয়োগ বাড়ানোসহ শিক্ষা ব্যবস্থার ত্রুটি দূর করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

এদিকে, সহিংসতা, করোনা, জলবায়ু পরিবর্তনের মতো কারণে ২৩টি অঞ্চলে তুমুল খাদ্যাভাব দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিসলেভ। আগামী ৪ মাসের মধ্যেই বেশ কয়েকটি অঞ্চলে খাদ্য সমস্যা তীব্র আকার ধারণ করবে। বিশেষ করে দাতব্য সংস্থাগুলোর উপর নির্ভরশীল মানুষদের কাছে ঠিকমতো সহায়তা পৌঁছাতে না পারলে তা বিপর্যয় তৈরি করবে।সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *