Type to search

সোনালী আঁশ সংগ্রহে ব্যাস্ত গ্রামীণ কৃষকরা

কৃষি

সোনালী আঁশ সংগ্রহে ব্যাস্ত গ্রামীণ কৃষকরা

প্রিয়ব্রত ধর: যশোরের ভবদহ অঞ্চল এক সময় কৃষিতে বিখ্যাত ছিল। ধান, পাট এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সবজী উৎপাদন হত এ অঞ্চলে।
কিন্তু সমায়ের ব্যবধানে ভবদহের করাল গ্রাসে সে সকল সোনালী অতীত এখন গল্প মাত্র। চারি দিকে অথৈই পানি আর ঘের।
তবুও কিছু কৃষক শত প্রতিকুলতা পাড়ি দিয়েও তাদের সোনালী অতীত ধরে রাখতে প্রাণ পোন চেষ্টা চালিয়ে জাচ্ছে। তারই ধারাবাহিকতায় কৃষক পাট চাষ করে থাকে।প্রতি কুলতা থাকলেও ফলিয়েছে সোনালী পাট। আর এ পাট সংগ্রহ করে ঘরে তোলার এখনী উপযুক্ত সময়। তাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে ব্যাস্ত সময় পার করছে কৃষক।
ছবিটি সাম্প্রতিক মনিরামপুর হাজিরহাট ব্রিজের নিচ থেকে তোলা হয়।